YouTube থেকে ৪৫ ভিডিয়ো \'ব্লক\' করল কেন্দ্র
2022-09-27
3
কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে মিথ্যে ছড়ানো হচ্ছে। এমন অভিযোগে এবার ৪৫টি ভিডিয়ো ব্লক করল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক। ১০টি ইউটিউব চ্যানেলের ৪৫টি ভিডিয়ো ব্লক করে দেওয়া হয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে।